নিজস্ব প্রতিবেদকঃ
হাইমচর এই প্রথম শুরু হতে যাচ্ছে শিল্প ও দেশীয় পন্য মেলা-২০২৩। আগামী ২ জুন শুক্রবার হাইমচর উপজেলা মাঠে মেলার শুভ উদ্বোধন হবে। হাইমচর শিল্প ও পন্য মেলায় ৪০ টি স্টল ও দুইটি পেভিলিয়নে জুয়েলারি, ইলেকট্রনিকস পন্য, দেশীয় হস্ত শিল্প পন্য, ফাস্টপুড, সহ বাহারী পন্য সামগ্রী থাকছে মেলায়। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য, নাগরদোলা, ম্যাজিক বোট, পয়ারাডাইস রেল সহ বাংলার ঐতিহ্যবাহী সার্কাস প্রদর্শন করা হবে। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে। হাইমচর ও আশেপাশের সকল উপজেলা বাসীকে মেলা উপভোগ করার জন্য মেলা কতৃপক্ষ নিমন্ত্রণ জানিয়েছেন।