মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
১৭ই এপ্রিল রোজ সোমবার সকাল ১০ টায় হাইমচর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মেদ পাটওয়ারী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রশিদ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী সহ মুক্তি যোদ্ধা ও নেতৃবৃন্দ।
১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস সম্পর্কে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন,১৯৭১ সালে ১৭ ই এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুজিব নগর গঠন করা হয়,প্রতিবছর ১৭’ই এপ্রিল বাংলাদেশ মুজিবনগর দিবস পালিত হয়।এ দিবসটি একটি স্বাধীন ভুখণ্ড হিসেবে বাংলাদেশ-এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত।