মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ২৭ মার্চ সোমবার সন্ধ্যায় হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনু মিয়া দালাল (৪০) স্থানীয় মেহের আলী দালালের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে মনু মিয়া দালাল নারকেল গাছের ডালা কাটতে যায়। হঠাৎ বিদ্যুৎ চালু হলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি। খরব পেয়ে হাইমচর থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।