মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর হাইমচর উপজেলার হাইমচর বাজার ও তেলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড হাইমচর স্টেশন কর্তৃক যৌথ অভিযানে উপজেলার হাইমচর বাজার ও তেলীর মোড় মাছ ঘার্ট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা উপজেলার বিভিন্ন হাটবাজারে বিশেষ অভিযান পরিচালনা করি এবং ৬৫০ কেজি জাটকা জব্দ করি। জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ ও হাইমচর কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিনসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।