শিরোনাম:
১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিজেই চালকের ভূমিকায় আহসান হাবীব মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত চাঁদপুর -ফরিদগঞ্জ সড়কে বালুবাহী মিনি ট্রাকের ধাক্কায় নিহত ১ বর্ণিল আয়োজনে চাঁ.স.ক শিবিরের প্রকাশনা উৎসব

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক আবু তাহের মোঃ রুহুল আমিন পাটওয়ারী

reporter / ৩০০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আবু তাহের মোঃ রুহুল আমিন পাটওয়ারী।
প্রতিষ্ঠানের সহকারী অধ্যােপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হাইমচর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাইমচর সরকারি কলেজ। কলেজটির সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেরা খাতুন অবসরে যাওয়ার শেষদিন ৯ জুলাই (সোমবার) ওই পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
১০ জুলাই (মঙ্গলবার) আবু তাহের মোঃ রুহুল আমিন অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্বভার কার্যকর হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবু তাহের মোঃ রুহুল আমিন বলেন, একজন শিক্ষকের মনেপ্রাণে থাকে তার ছাত্র-ছাত্রী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। তিনি রাতদিন কিভাবে তার ছাত্র-ছাত্রীদের মননশীলতা এবং শিক্ষার মান উন্নয়ন করা যায় তা নিয়ে ব্যস্ত থাকেন। আমিও এর থেকে ব্যতিক্রম নই বরং আমি আমার প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে সবসময় নিরলস কাজ করবো ইনশাআল্লাহ। আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালন করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। দায়িত্ব যথাযথভাবে পালন করে এই কলেজের শিক্ষার মানকে আরও উন্নত করবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন ৩১ বছর এই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।


এই বিভাগের আরও খবর