শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

ছেংগারচর শ্রীশ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে এসি মিজান

reporter / ৮৪ ভিউ
আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে মতলব উত্তরের ছেংগারচর বাজারে অবস্থিত শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান) বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসি মিজান বলেন, বাঙালি হিন্দু ধর্মাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।

তিনি আরো বলেন, পূজায় হিন্দুরা পূজা আর্চণা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে।
সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, একটি গোষ্ঠী ধর্মকে নিয়ে রাজনীতি করে, তবে আমরা ধর্ম ব্যবসায়ী না, আওয়ামীলীগ ধর্মকে নিয়ে রাজনীতি করে না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই একই মাটির সন্তান। তাই প্রতিটি ধর্মের মানুষের নিজেদের উৎসব পালনে বর্তমান সরকার সদা আন্তরিক।

ছেংগারচর শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের সভাপতি শ্যামল কুমার বাড়ৈই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমল বাড়ৈই এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ছেংগারচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, জেলা পুরোহিত সংঘের সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামী।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের বাবু, ছেংগারচর পৌর সাবেক কাউন্সিল সোহরাব সরকার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লেলিন খান, যুবলীগ নেতা ইব্রাহিম লস্কর, সেলিম রেজা মোহন, আলম শামসুজ্জামান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা কাউছার, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা হারুন’সহ সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ, বিভিন্ন ইউনিয়নের থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান গজরা ইউনিয়নে পোদ্দারবাড়ি সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় ভষাণ চক্রবর্তীর বাড়ির শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শন করে পুজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পুজার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

 


এই বিভাগের আরও খবর