কারাগারে থেকেই পরিক্ষা দিলেন চাঁদপুর সরকারি কলেজ’র হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের একজন মেধাবী ছাত্র। তার নাম মো: রোমিও ফয়সাল তালুকদার ওরফে অয়ন তালুকদার(২১)।
অয়ন তালুকদার পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে সমপৃক্ত। তিনি চাঁদপুর পৌর ছাত্রদল ১০নং ওর্য়াডের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক।
০২/১১/২৩ইং তারিখ রোজ বৃহঃ বার অনার্স ১ম বর্ষ ২০২২ এর Micro Economic(212509) সাবজেক্টটির পরিক্ষা অনুষ্টিত হয়। উক্ত পরিক্ষায় অয়ন তালুকদার নিদিষ্ট কেন্দ্রে অংশগ্রহণ করতে পারবে না কারণ তিনি কারাগারে (চাঁদপুর জেলা কারাগার)। উক্ত পরিক্ষাটি চাঁদপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত সদর, চাঁদপুর এর নির্দেশে জেল সুপারের অধিনে অনুষ্ঠিত হবে। পরিক্ষক হিসেবে ছিলেন পুরাণ বাজার ডিগ্রি কলেজ ফিন্যান্স বিভাগের প্রধান মাহবুব হোসেন সাওন। অয়ন তালুকদার ৩০/১০/২৩ইং তারিখ রোজ সোমবার রাত আনুমানিক ৮ঘটিকায় গ্রেফতার হয়। পরবর্তীতে ৩১/১০/২৩ইং তারিখ রোজ মঙ্লবার ২টি ধারায় মামলায় দায়ের করা হয় তার বিরুদ্ধে। ধারা ২টি হলো ১৯৭৪সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩)/২৫-ঘ এবং ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারা।
স্থানীয়ভাবে জানা যায়, ৩০/১০/২৩ইং তারিখ রাত ৭:৩০ঘটিকার সময় অয়ন তালুকদার তার সহপাঠীদের সাথে তার নিজ বাসস্থানের(আলিম পাড়া,চাঁদপুর-৩৬০০) পাশেই বসে চায়ের আড্ডায় ছিলো। পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানার ডিউটিরত এসঅাই আক্তার ঘটনাস্থল থেকে তাজে গ্রেফতার করে। একই সময়ে অয়ন তালুকদারের সাথে গ্রেফতার হয় চাঁদপুর পৌর ছাত্রদলের অন্যতম নেতা এবং সম্মানিত সদস্য অয়ন বকাউল(২৪)। ৩১/১০/২৩ইং তারিখ তথা পরেরদিন বিএনপি’র ৩দিন ব্যাপি অবরোধ কর্মসালার প্রোগ্রামে জেলা বিএনপি’র এবং চাঁদপুর সরকারি কলেজ’র সাবেক ভিপি বার বার কারানির্যাতিত নেতা মো: আক্তার হোসেন মাঝি(৫৬) সহ ০৪জন গ্রেফতার হয় উক্ত ২টি ধারায়।
অয়ন তালুকদারের জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাসী না সে শান্তি-শৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী। স্বজন-সহপাঠীদের দাবি সে নির্দোশ এবং তাকে সহজে মুক্তি দেওয়া হোক।