শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয়া সম্মেলন

reporter / ৯২ ভিউ
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয়া সম্মেলন

বিবেকানন্দ যুব সংঘের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুরের সভাপতি জয় রাম রায়ের সভাপতিত্বে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিবেকানন্দ বলেছেন” জীবে প্রেম করে যেই জন, সে জন সেবিছে ঈশ্বর “।তিনি এমন এক পরিবারে জম্ম গ্রহন করেন তা বলে বুঝাবার মতো নয়।তিনি মুলত ছিলের একজন সমাজ সংস্কারক। ঈশ্বর তাকে বিশেষ দ্রুত হিসেবে পাঠিয়েছেন।যখন ব্রাহ্মণ সমাজ সনাতন ধর্ম নিয়ে বিরোপ মন্হব্য করেছিলেন ঠিক তখন ব বিবেকানন্দ তাদের বিরোদ্ধে স্বোচ্ছার হয়ে উঠেন।আমেরিকার শিকাগো শহরের সভায় বিবেকানন্দ তিন মিনিটের স্হলে ২৭ মিনিট বক্তব্য রেখেছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বিবেকানন্দ যুব সংঘ একটি প্রতিষ্ঠান। চাঁদপুরে বিবেকানন্দ যুব সংঘ প্রথম রক্তদান কর্মসূচীর কার্যক্রম শুরু করে। বিবেকানন্দ মানুষের সেবা চেয়েছেন। তিনি সমাজ সুন্দর চেয়েছেন। বিবেকানন্দের জিবনী বলতে গেলে শেষ হবে না। তিনি আমেরিকার শিকাগো শহরে যে বক্তব্য দিয়েছেন তাতে আমাতের সনাতন ধর্মের মর্মকথা ভেসে উঠে । ভারত বর্ষ সম্পর্কে জানতে হলে আগে বিবেকানন্দ কে জানতে হবে।চট্টগ্রামের সন্ধানী কে এনে বিবেকানন্দ যুব সংঘের মাধ্যমে ১৯৯৩ সালের ৩ নভেম্বর সারদাদেবীর অনুষ্ঠানে রক্তদান কর্মসূচী চালুকে আজো চলমান রয়েছে। আমরা রক্তদেয়ার জন্য তরুন যুব সমাজ কে উদ্ধোধ্য করা হয়েছে। বিবেকানন্দ যুব সংঘ আজকে এক সাথে দুটি অনুষ্ঠান একত্রে করা হচ্ছে তাতে আমরা মুগ্ধ।বিবেকানন্দ যুব সংঘ যে মেধাবি শিক্ষার্থীদের সহায়তা করে এমন মহতি কর্মকান্ডে আমাদের কে সম্পৃক্ত করলে আমরা সহায়তার হাত প্রসারিত করবো।বিজয়া সম্মেলনী হলো মায়ের আরাধনা। মায়ের কোনো বিসর্জন হয়না। নিজে মা বাবাকে অশ্রদ্ধা করবেন না। শ্রদ্ধা করার মনোবল নিয়ে মা বাবাকে সম্মান করবেন।

অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিক, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী।
আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক রাধা গোবিন্দ গোপ,কচুয়া উপজেরা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকার, বিবেবানন্দ যুব সংঘের সাবেক সভাপতি অজিত সাহা, তপন সরকার, বিবেকানন্দ যুব সংঘের সদস্য রনজিত সাহা মুন্না,সংগঠনের সাধারন সম্পাদক পলাশ মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বিপান্নীতা দাস।

সব শেষে নৃত্যধারার শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ নৃত্যালেখ্য বিবেকানন্দ পরিবেশিত হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের সংবধনা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর