চাঁদপুরের ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ সহ জেলার ৭ টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি এই সময় ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪ জেলার ন্যয় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা যুক্ত ছিলেন।
পরে নদী বন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ এর নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর পক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরের উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে-চাঁদপুর নদীবন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নব নির্মিত তিনটি কমিউনিটি ক্লিনিক, নবনির্মিত ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলায় নবনির্মিত সাব-রেজিষ্ট্রি অফিস, কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগের আওতাধীন নবনির্মিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, নবনির্মিত ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও হাজীগঞ্জ উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা।
এসব প্রকল্প উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গ তুলে ধরে আন্দোলনের নামে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
এ সময় আন্দোলনকারীদের সুমতি প্রত্যাশা করেন এবং দেশবাসীকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।