আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক তোফায়েল আহমেদ ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ক্ষমতাসীন দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে, শনিবার (১৮ নভেম্বর)। সকাল সাড়ে ১০টায় ফরম বিতরণ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ফরম বিক্রির তৃতীয় দিন বেলা ১ টায় আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে ৫০ হাজার টাকা মূল্য পরিশোধে চাঁদপুর-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে তোফায়েল আহমেদ ভূঁইয়া।
রাজনীতিতে তোফায়েল আহমেদ ভূঁইয়া ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে ১৯৮৪ সালের ছাত্রলীগের সভাপতি ও ১৯৮৫ সালে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮৬ সালে পুনরায় ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৮৫-৮৬ সালে ফরিদগঞ্জ উপজেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৭-৮৮ সাল পর্যন্ত ঢাকাস্থ ফরিদগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, এছাড়াও তিনি ১৯৮৭-৮৮ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মানিত সদস্য ছিলেন। তোফায়েল আহমেদ ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদগঞ্জ আওয়ামী গুনীজন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ পরবর্তীতে বিজয়ের লক্ষ্যে ফরিদগঞ্জবাসীর কাছে দোয়া-ভালোবাসা ও প্রত্যক্ষ এবং পরক্ষ সমর্থন কামনা করেন তোফায়েল আহমেদ ভূঁইয়া।