কচুয়ায় জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজেনে পরিষদের হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, মো. শাহজাহান হোসেন,তথ্য আপা রুবাইয়রা খাতুন প্রমুখ।