শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

reporter / ২৮৭ ভিউ
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য
সপ্তাহ ২০২২ উদ্বোধন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই রবিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার  চাই থোয়াইহলা চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মাহবুব রশিদ এর পরিচালনায় মৎস্য সপ্তাহ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন,,হাইমচর উপজেলাটি নদীমাতৃক উপজেলা,বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের দৃষ্টি হাইমচর উপজেলার প্রতি।সরকারের মৎস্য অধিদপ্তরের সকল সুযোগ সুবিধা হাইমচরের জেলেরা পেয়ে থাকেন।হাইমচর উপজেলায় রয়েছে নদীনালা,খালবীল ও অসংক্ষ ছোটবড় পুকুর ও জলাশয়,হাইমচরে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করতে হাবে।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি চাই থোয়াইহলা চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার বলেন,,,সরকারের মৎস অধিদপ্তরের সকল সহায়তা আপনাদের মাঝে সঠিক ভাবে বিতরণ করা হয়ে থাকে,হাইমচর উপজেলার মৎস্য চাষীরা কেন পিছিয়ে থাকবে।উপজেলা মৎস্য অফিসা ও উপজেলা পরিষদ সরকারের হয়ে আপনাদের পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ভুমি অফিসার আবদুল্লাহ আল ফয়সাল, ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, নীলকমল নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন গাজী, মোক্তার আহমেদ দর্জি প্রমুখ।


এই বিভাগের আরও খবর