নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল নেতা-কর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে চাঁদপুর জেলা শ্রমিক দলের আয়োজনে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বেগম জামে মসজিদের ইমাম মাো. মাহমুদ।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী।
আরো বক্তব্য চাঁদপুর পৌর শ্রমিক দলেন আহ্বায়ক ফরিদ মোস্তান, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক খোরশেদ আলম খান, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন ভূঁইয়া, চাঁদপুর পৌর শ্রমিক দলের সচিব ছোটান বেপারীসহ জেলা, সদর, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ বেগম খালেদা জিয়া ও শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল নেতা-কর্মীদের রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদে মোনাজাতরত নেতৃবৃন্দ।