নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ১২তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাস ভবনে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটি ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগেন যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এমপি। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের বাস্তবায়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে এই ১৩ তলা বিশিষ্ট ভবনটি। এ ছাত্রী নিবাসটি ৩৫০ শয্যা বিশিষ্ট করা হচ্ছে। এর নির্মাণ কাজ শেষ হলে
চাঁদপুর জেলার মধ্যে এটিই হবে সর্বোচ্চ ব্যায় ও বহুতল ভবনের ছাত্রী নিবাস।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হেসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খানসহ
কলেজে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী প্রমুখ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, চাঁদপুরে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান ১২তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। এতে ৩৫০ জন শিক্ষার্থী আবাসন সুবিধাসহ ওয়াইফাই জোন, লাইব্রেরী কমনরুম এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। এর নির্মাণ কাজ শেষ হতে দুই বছর লাগবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে এই ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।