শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

চাঁদপুর সরকারি মহিলা কলেজে  শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

reporter / ১২৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ১২তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাস ভবনে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটি ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগেন যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এমপি। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের বাস্তবায়নে  প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে এই ১৩ তলা বিশিষ্ট ভবনটি। এ ছাত্রী নিবাসটি ৩৫০ শয্যা বিশিষ্ট করা হচ্ছে। এর নির্মাণ কাজ শেষ হলে
চাঁদপুর জেলার মধ্যে এটিই হবে সর্বোচ্চ ব্যায় ও বহুতল ভবনের ছাত্রী নিবাস।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হেসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের  উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খানসহ
কলেজে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী প্রমুখ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, চাঁদপুরে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান ১২তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। এতে ৩৫০ জন শিক্ষার্থী আবাসন সুবিধাসহ ওয়াইফাই জোন, লাইব্রেরী কমনরুম এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। এর নির্মাণ কাজ শেষ হতে দুই বছর লাগবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে এই ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।


এই বিভাগের আরও খবর