নিজস্ব প্রতিনিধি চাঁদপুর জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আইন-বিধির প্রয়োগ এবং বিডি আর আই এস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ (০৯-১০ ডিসেম্বর ২০২৩) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল
মোঃ রাশেদুল হাসান, (অতিরিক্ত সচিব)।
জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
বিডি আর আই এস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুসারে জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন ব্যক্তির জীবনের প্রথম ডকুমেন্ট, যা একটি শিশুর রক্ষা কবজ হিসেবেও কাজ করে সারাজীবন। এজন্যই আর আই এস সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে যার মাধ্যমে নির্ভুলভাবে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের আবেদন, যাচাই, সংশোধন ইত্যাদি এবং এই সম্পর্কিত বিভিন্ন আইন সম্পর্কে জানা যায়।