শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতীক চায় ৭ নারী নেত্রী

reporter / ১৭৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

চাঁদপুর জেলায় ৫টি সংসদীয় আসনের সবকটিতে আওয়ামী লীগের মহিলা নেত্রী চায় সরাসরি দলীয় মনোনয়ন। তবে এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপুমনি ২০০৮ সাল থেকে পরপর তিনবার সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই ৬ জনের আরেকজন সাবেক এমপি এডভোকেট নুরজাহান বেগম মুক্তা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়েছিরেন একবার। এছাড়া বাকি ৫ জনেরও সাংগঠনিকভাবে রাজনৈতিক অবস্থান ভাল। কচুয়ার জান্নাতুল ফেরদৌসী ও হাজীগঞ্জের এডভোকেট নুরজাহান বেগম মুক্তার পিতা সাবেক এমপি।

চাঁদপুর -১( কচুয়া) আসনে সাবেক এমপি মরহুম খন্দকার আবদুল আউয়াল এর কন্যা এডভোকেট জান্নাতুল ফেরদৌসী।
চাঁদপুর-২(মতলব উত্তর ও দক্ষিণ) আসনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট জেসমিন সুলতানা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী।

চাঁদপুর-৩( সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর-৪( ফরিদগঞ্জ) আসনে ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ধানমন্ডি ‘ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাডভোকেট নাজমুন নাহার অনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা. বদরুন্নাহার ভূঁইয়া হৃদয়।

চাঁদপুর-৫( হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম সংসদের নির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মঈনুদ্দিনের জৈষ্ঠ্যকন্যা সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এডভোকেট নুরজাহান বেগম মুক্তা।

চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেসমিন সুলতানা বলেন, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে যোগ্য মনে করেন তাকেই দলের মনোনয়ন দিবেন। আমরা নৌকার প্রার্থীকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করব।

চাঁদপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুন নাহার অনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ গড়ার পেছনে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমি আমার পিতার হাত ধরে রাজনীতি শুরু করার পর থেকে ফরিদগঞ্জে আনাচে কানাচে ঘুরে ঘুরে দলের জন্য কাজ করেছি। মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর নারীদের এগিয়ে নিয়ে আসার কাজ করছি। ফরিদগঞ্জে এক সময়ে নারীরা বিএনপির প্রতি দুর্বল ছিল। যার ফসল বিএনপি ঘরে তুলেছিল। কিন্তু আমি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে এ অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। এখন মাত্র কয়েক ঘণ্টার নোটিশেই শত শত নারী আওয়ামী লীগের মিছিলে হাজির হচ্ছে। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করলে আমি নৌকার বিজয় নিশ্চিত করতে পারব।


এই বিভাগের আরও খবর