বিল্লাল মাসুম : কচুয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষে পালাখাল মডেল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল খানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও নৌকা প্রতীকে দলীয় মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লা, ওয়ালী উল্লাহ ওলি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বাহাউদ্দিন বাবু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মানিক মিয়াজী, মিজানুর রহমান তালুকদার, ছগির আহমদ, জিল্লুর রহমান তালুকদার, ইউপি সদস্য আব্দুল মান্নান মনু ও ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন, যুবলীগ নেতা ওমর ফারুক (ডন), শাহাদাত হোসেন ও সামাদ তালুকদার সহ আরো অনেকে।
পরে সর্বসম্মতিক্রমে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক জুয়েল রানা (ভুট্টো) ও সদস্য সচিব মুকবুল হোসেনকে মনোনীত করে কমিটি ঘোষণা দেয়া হয়। এসময় ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।