শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

ফরিদগঞ্জে বিদ্যুৎ চলমান অবস্থায় ট্রান্সফরমার চুরি

reporter / ১৫০ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে বিদ্যুৎ চলমান অবস্থায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৫ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর এলাকার তপদার বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে এই ট্রান্সফরমার চুরি করেছে চোরের দল।

তপদার বাড়ির আনোয়ার হোসেন জানান, রাতে আনুমানিক ১ টার সময় ঘুমিয়ে পড়েছি। তিন টার সময় বিদ্যুৎ চলে যায়। আমরা মনে করেছি চলমান লোডসেডিং হয়েছে। বাড়ির মুরুব্বিরা ফজরের নামাজ পড়তে উঠে দেখে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমার যন্ত্রাংশ পড়ে রয়েছে। এই ঘটনা দেখে সংশ্লিষ্ট রামপুর বিদ্যুৎ অফিসের লোকজনকে জানিয়েছি। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে রামপুর বিদ্যুৎ অফিসের দায়িত্বরত রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত রাতে বিদ্যুৎ চলমান অবস্থায় চোরের দল একটি ট্রান্সফরমার নিয়ে যাওয়ার সংবাদ শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের বলেছি যে থানা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলে এসেছি।

তিনি আরো জানান, খুঁটি থেকে এই এলাকায় ট্রান্সফরমার চুরি ঘটনা নতুন নয়। গত কিছুদিন পূর্বেও এইরকম ট্রান্সফরমার চুরি হয়েছে। আপনার চুরি রোধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান আমাদের কি করার আছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ কামাল হোসেন জানান, কখন চুরি হয়েছে। গত রাতে চুরি হয়েছে বললে তিনি বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনাতো নতুন কিছু নয়। আপনি এজিএম স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোরকে আটকের চেষ্টা চলছে।

 


এই বিভাগের আরও খবর