চাঁদপুরের ব্যাবসায়ী সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবসায়ীদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর দুপুর দেড় টায় চেম্বার ভবনে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম এর সভাপতিত্বে এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক গোপাল সাহা’র পরিচালনায় চেম্বার নেতাদের সাথে মতবিনিময় সভায় ডাঃ দীপু মনি বলেন, চাঁদপুর ও হাইমচরের সকল উন্নয়ন এখন দৃশ্যমান। যদিও পুরান বাজারসহ চাঁদপুর শহর রক্ষা বাধের কাজ সম্পন্ন হলে আর তেমন কোনো কাজ বাকী থাকবে না। চাঁদপুর – শরিয়তপুর সেতুর স্থলে এখন চাঁদপুর – শরিয়তপুর টানেল নির্মানের চিন্তা করছি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে চাঁদপুর – শরিয়তপুরবাসীর এই স্বপ্ন পূরণে করা কোনো ব্যাপারনা কারন শেখ হাসিনা মানে বিশাল স্বপ্নের বাস্তবায়ন, শেখ হাসিনা মানে বাংলাদেশর অভূতপূর্ব উন্নয়ন।
এসময় তিনি বিশ্ব পরিমণ্ডলে উন্নতপ্রযুক্তির কারিগরি শিক্ষা ব্যবস্থার বিষয়ে বলেন এখন যারা প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহন করবে আগামী ২০৪১সালে তারাই উন্নত বিশ্বে সকল কারিকুলামে দক্ষতার সাথে কাজ করতে পারবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর জজ কোর্টএর পিপি রনজিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক, জাহিদুল ইসলাম নোমান, আমিনুর রহমান বাবু, সালাউদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আলী মাঝি, হৃদয় রহমান পাটোয়ারী, তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর চেম্বারের সাবেক পরিচারক, হাসান ইসাম বাদশা, মানিক মাঝি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মোহাম্মদ বিপ্লব সরকার, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, মাসুদ আখন্দ চাল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। এসময় ব্যাবসায়ী নেতারা চাঁদপুরের ইপিজেডে বড় ব্যবসায়ীদের শিল্প কল-কারখানা স্থাপন করে চাঁদপুরের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন ব্যাবসায়ী মোস্তফা খান, গীতা পাঠ করেন শ্রী কালাচাঁন বনিক। এসময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার ১নং যুগ্ন সম্পাদক হাজী মাঈনুল আখন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারীসহ চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।