চাঁদপুরের মতলব উত্ত র উপজেলার আমিরাবাদ বাজারে (ভেদুরীয়া বাজার) ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানিদের দেড় কোটি টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা । অগ্নিকান্ডে উদীয়মান ৬ ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ।
স্থানীয় সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের সময় আজমিরী বেকারী প্রোপাইটর আবু সুফিয়ান এর দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৫টি দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের রমজান আলী কার্পেট /ইলেকট্রনিক্স দোকান, প্রোঃ মোঃ শুকুর আলী বেপারীর মালা মালের ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা, লাকড়ির দোকান মালিক মোঃ ছিডু বকাউল, এর ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার টাকা, আজমিরী বেকারী প্রোপাইটর আবু সুফিয়ান, ক্ষতির পরিমাণ আনুমানিক ষাট লক্ষ টাকা, আলামিন ষ্টোর প্রোঃ মোঃ সাইদুল ইসলাম এর হার্ডওয়াড দোকান, ক্ষতির পরিমাণ নগদ ১ লক্ষ টাকা ও মোট ক্ষতির পরিমাণ ১১ লক্ষ টাকা, নুরিছলাম গাজী ষ্টোর প্রোঃ সৈকত গাজীর মুদী দোকান, ক্ষতির পরিমাণ ৪৫ লক্ষ টাকা এ ছাড়া নগদ ৩ লক্ষ টাকা, মোট ক্ষতিপুরন ৪৮ লক্ষ টাকা ও তার ৩ লক্ষ টাকা নগদ ক্যাশ ও একটি পাচঁ পোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
এ দিকে লাকড়ির দোকানদার ছিডু বকাউল বেকারীর দোকান থেকেই এ আগুনের সুত্রপাত ঘটে বলে জানান। অপর দিকে মুদি দোকান মালিক সৈকত গাজী, কার্পেট দোকান মালিক শুকুর, বাজার কমিটির সেক্রেটারী আব্দুল হাকিম গাজী বলেন ওই বেকারী ঘেকেই আগুনের সুত্রপাত ঘটেছে। এ ছাড়া ইউ সি বি ব্যাংকের স্বত্বাধিকারী মোঃ হোসাইন গাজী, ব্যবসায়ী আঃ রব জানান বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুনের সুত্র পাত ঘটে বলে তাদের ধারনা।
মতলব উত্তর উপাজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাকির হোসেন জানান,রাত ৪টা ৪৫ মিনিটের সময় উপজেলার আমিরাবাদ বাজারে (ভেদুরীয়া বাজার) ভয়াবহ অগ্নিকান্ডের সংবাদ পাই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বাজারের বাকী অন্য ব্যবসায়ীরা ও আসে পাশে অনেক বাড়ি ঘর আগুনের থাবা থেকে রক্ষা পেয়েছে। আরো বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হাসান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব,স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করীম,স্থানীয় ইউপি সদস্য, ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহনে কাজ চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্তÍ ব্যবসায়ীদেরকে সরকারের তরফ থেকে সহায়তার আশ্বাস দেন।