শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

আপনের মানবিক উপহার পেলেন অসহায় পিতা

reporter / ১১৬ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সামাজিক ও মানবিক সংগঠন আপন -এর কর্মসংস্থান কর্মসূচির আওতায় একজন অসহায় বাবাকে স্বাবলম্বী করতে ব্যবসায় জন্য নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় আপন ইংলিশ কিডস ক্লাবে সংগঠনের কার্যকরি পরিষদের সভায় এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আপনের উপদেষ্টা এবং বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ্ আল ফারুক, উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী,….নির্বাহী সদস্য রৌশন আক্তার, আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. ডা. রাশেদা আক্তার সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সম্পাদক সিত্তূল মুনা চৈতী, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস।

এর আগে সংগঠনের কার্যকরি সভায় সংগঠনের কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, আপন কিডস ক্লাবের বনভোজন সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়।

আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের পরিচালনায় সংগঠনের উপদেষ্টা, কার্যকরি সদস্যগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য : আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা করোনার মহামারির সময়কালে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সামাজকি ও মানবিক সংগঠন আপন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় নিম্মবিত্ত পরিবারকে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে খাদ্যসামগ্রী উপহার দিয়ে আসছে। আপন এমনসব পরিবারকে খুঁজে খুঁজে বের করে খাদ্যসামগ্রীর উপহার দিয়ে থাকে, যারা লোকলজ্জায় কারেনা কাছে হাত পাততে পারে না। এপর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশ্যে-গোপনে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আপন। এছাড়াও করোনায় অক্সিজেন সেবা, ফ্রি মেডিকেল সেবা, পরবর্তিতে ফ্রি মেডিকেল ক্যাপম্পসহ নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের যাকাতের টাকায় কয়েকজন শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বি করে দেয়া হয়েছে। এবছর ৩জন বেকার যুবককে স্বালম্বী করা কার্যক্রম চলমান রয়েছে।

 

 


এই বিভাগের আরও খবর