নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে ও চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পত্রিকার বিলিকারকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুরের স্থানীয় পত্রিকার বিলিকারকদের মধ্যে কম্বল তুলেদেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, এএইচএম আহসান উল্লাহ, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, সদস্য শরীফুল ইসলাম প্রমুখ।