নিজস্ব প্রতিবেদকঃ কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয় এ স্লোগানকে নিয়ে চাঁদপুরে উত্তরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বেদে, হিজড়া ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উত্তরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম ( বার) পিপিএম ( বার) এর সার্বিক ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়। গতকাল ১১ জানুয়ারী মঙ্গলবার বিকেল চারটায় চাঁদপুর শহরের চৌধুরী ঘাট ডাকাতিয়া নদীর পারের বেদে পল্লীতে কম্বল বিতরণ করা হয়।
পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ( বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেদে সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে বেদে পল্লীর সাড়ে ৩ শ পরিবার মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন সুদীপ্ত রায়, চাঁদপুর সদর এ এসপি সার্কেল আসিফ মহিউদ্দীন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ,সেকেন্ড অফিসার লোকমান হোসেনসহ বেদে পল্লীর সর্দারগন।