আনোয়ার হোসেন মানিক /শাহপরান সৈকত/ জাহিদুল ইসলাম ফাহিমঃ
৫ জানুয়ারি বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১৩ টি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ভোট উৎসব।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রতিটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব থাকা কর্মকর্তারা ফলাফল জানিয়ে, ফলাফল নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আসলে সেখানে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৩ ইউনিয়নে নির্বাচিতদের তালিকা।
১ নং বালিথুবা পশ্চিমে আনারস প্রতীক নিয়ে জসিম উদ্দিন, ২ নং বালিথুবা পূর্ব আনারস প্রতীক নিয়ে হারুনুর রশিদ, ৩ নং সুবিদপুর চশমা প্রতীক নিয়ে বেলায়েত হোসেন, ৪ নং সুবিদপুর আনারস প্রতীক নিয়ে মহসিন হোসেন, ৫ নং গুপ্টি পূর্ব চশমা প্রতীক নিয়ে শাহজাহান পাটওয়ারী, ৬ গুপ্টি পশ্চিম আনারস প্রতীক নিয়ে বুলবুল আহমেদ, ৭ নং পাইকপাড়া উত্তর মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু তাহের আবু পাটওয়ারী,৯ নং গোবিন্দপুর উত্তর চশমা প্রতীক নিয়ে হাজী শেখ মোঃ শাহ আলম, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ নৌকা প্রতীক নিয়ে আলাউদ্দিন ভুইয়া, ১১ নং চরমদুঃখিয়া পূর্ব নৌকা প্রতীক নিয়ে মাহমুদুল হাসান মিরাজ, ১২ নং চরমদুঃখিয়া পশ্চিম আনারস প্রতীক নিয়ে শাহাজাহান মাষ্টার, ১৫ নং রূপসা উত্তর মোটরসাইকেল প্রতীক নিয়ে কাউছার-উল আলম কামরুল, ১৬ নং রূপসা নৌকা প্রতীক নিয়ে শরীফ হোসেন খান কে উপজেলা নির্বাচন অফিস বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছে।