শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

মতলব উত্তরে নীল নগর উবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে ট্রাকভর্তি বই চুরির অভিযোগ।। বই জব্দ।।

reporter / ১৯৫ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

 মতলব উত্তর উপজেলায় নীল নগর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক  ট্রাকভর্তি বই চুরির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কেজি দরে বিক্রি করেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া।
জানা গেছে, বইগুলো মতলব উত্তর  উপজেলার নিল নগর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো কেজি হিসেবে চাঁদপুরের সোহাগ নামে এক বই ব্যাবসায়ীর কাছে বিক্রি করে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া ৷
সোমবার ২৫ এপ্রিল দুপুরে  ঢাকা মেট্রো ন ২১- ৪১১৪ ট্রাক যোগে  যাত্রাবাড়ী নেওয়ার সময় স্থানীয় জনতা আটক করে  মতলব উত্তর থানার পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স দশানী এলাকা থেকে  ঐ বই গুলো আটক করে।
বইগুলোর মধ্যে রয়েছে, মাধ্যমিক স্তরের বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ইসলাম ধর্ম, নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা, গাহস্থ বিজ্ঞান, পৌরনীতিসহ বিভিন্ন বিষয়ের বই। বইগুলো ঘেঁটে দেখা গেছে এর মধ্যে ২০২০,২১ শিক্ষা বষের্র নতুন বই ও ২০১৯ শিক্ষা বষের্র পুরাতন কিছু বই।
এবিষয়ে নীল নগর উচ্চ বিদ্যালয়ের  অভিযুক্ত প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বক্তব্য জানার জন মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট অনুযায়ী প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।’


এই বিভাগের আরও খবর