শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

শাহতলী জিলানী চিশতী উবিতে ৯জন জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল

reporter / ১৮৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টারঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ৯জন এ+ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

গতকাল ৩০ডিসেম্বর (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা মোট ৬১জন পরীক্ষার্থী অংশগ্রহন ৬০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৮.৩৪ভাগ। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ৯জন, এ গ্রেড পেয়েছে-৮জন, এ- গ্রেড পেয়েছে-২২জন, বি গ্রেড পেয়েছে-১৪জন, সি গ্রেড পেয়েছে-৭জন।

এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তরা হলো-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১। উন্মে সালমা আক্তার, পিতার নাম-মুন্সি মো: সফিকুর রহমান, মাতার নাম-ফাতেমা বেগম গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫২, ২। সুমাইয়া আক্তার, তার পিতা নাম-তাজুল ইসলাম, মাতার নাম-তাছলিমা বেগম, গ্রাম-ভাটেরগাঁও, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫৩, ৩। মো: মাশরুর আহম্মেদ মিজি, তার পিতার নাম-রাশেদ আহমেদ মিজি, মাতার নাম-জাহানারা বেগম, গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, বোর্ড রোল-১৭৩৫৫৫, ৪। মো: পরান মিজি, পিতা-আব্দুল আজিজ মিজি, জীবনী বেগম, গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, বোর্ড রোল-১৭৩৫৫৬, ৫। আব্দুর রহমান খান, পিতার নাম-জয়নাল আবেদীন খান, মাতার নাম-উন্মে হানি, গ্রাম- গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫৭, ৬। মো: তানভীর হোসেন, পিতা- মো: দিদার উল্ল্যা খান, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫৮, ৭। মো: মেহেদী হাসান ঢালী, তার পিতার নাম-গোলাম রসূল, তার বোর্ড রোল-১৭৩৫৫৯, মানবিক বিভাগ থেকে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ৮। রাজিয়া সুলতানা সিমু, তার পিতার নাম-মনির সর্দার, গ্রাম-আলগী, পো: কর্দ্দী পাঁচগাঁও, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-৩৮০৪৬৩, ৯। জান্নাতুল ফেরদাউস, তার পিতার নাম-মোস্তাফা মিজি, গ্রাম- শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-৩৮০৪৬৪। তারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।

এদিকে, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় এ+প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:শাহাদাৎ হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ।
এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী জানান,অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে ।


এই বিভাগের আরও খবর