শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

সিএনজি মালিক সমিতির সদর উপজেলা কমিটির অনুমোদন সভাপতি জোবায়ের হোসেন নয়ন সম্পাদক মঞ্জুর হোসেন

reporter / ১৯০ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি রেজি নং চট্র ১৮৭৮ এর ২০২২—২০২৩ সালের চাঁদপুর  সদর উপজেলার কমিটির অনুুমোদন করেছেন। মোঃ জোবায়ের হোসেন নয়ন কে সভাপতি করে ও মোঃ মঞ্জুর হোসেন কে সাধারণ  সম্পাদক  করে ১৭ সদস্য জন কে কমিটি করে গত ০৯—০৩—২০২২ তারিখে জেলা কমিটির সভাপতি  মোঃ  আবুল  হোসেন  মজুমদার  ও সাধারণ  সম্পাদক  হাবিবুল ইসলামের স্বাক্ষরিত  একটি কমিটির অনুমোদন  দেন, কমিটির অনুমোদন  দিয়ে আইন সৃক্ষলা বাহিনী সহযোগীতা করার জন্য, চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী  অফিসার, অফিসার ইনচার্জ  চাঁদপুর  সদর মডেল থানা, টি আই চাঁদপুর সদর, অফিসার ইনচার্জ  চাঁদপুর নৌ পুলিশ বরাবর অনুলিপি প্রেরণ করা হয়, আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে প্রধান উপদেষ্টা  করে বাকি পৌর মেয়র এড জিল্লুুর রহমান জুয়েল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম ও শফিক গাজী। অনান্য  সদস্যরা হলেন, কার্যকরি সহ—সভাপতি মফিজ গাজী, সিনিয়র সহ—সভাপতি মোঃ আরিফুর রহমান, সহসভাপতি  মোঃ রুবেল মিজি, মোঃ সুমন বেপারি, মান্নান গাজী, যুগ্ন সাধারণ  সম্পাদক  (১) আলমগীর হোসেন, যুুগ্ন সাধারণ সম্পাদক  (২) আহামেদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মুকবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রমজান দর্জি, প্রচার সম্পাদক  মোঃ আনোয়ার হোসেন (২), সম্মানিত  সদস্য মোঃ জহির মিজি, মোঃ মুরাদ হোসেন গফুর গাজী।
এদিকে সদর কমিটির সভাপতি জোবায়ের হোসেন বলেন, আমরা শ্রমিক আমরা মালিক আমরা চালক, সকল মালিক ও চালকদের কল্যানে আমরা আগেও কাজ করেছি এখনো করছি আগামিতেও করো, আমাদের কমিটির পক্ষ থেকে জেলাবাসির কাছে কৃতজ্ঞতা  প্রকাশ  করছি , তার সাথে সকলের সহযোগিতা  কামনা করছি, পাশাপাশি  যানজট নিরসনে আমরা কাজ করতে চাই, পুলিশ এবং পৌরসভার পাশাপাশি  আমাদের কমিটির পক্ষ থেকে নির্ধারিত কয়েকটি পয়েন্টে লাইন ম্যানের মাধ্যমে যানজট নিরসন করতে চাই, ফলে, চাঁদপুর পৌর মেয়রের দৃষ্টি  কামনা  করছি যে শহর এলাকায় নির্ধারিত কয়েকটি সিএনজি ষ্টেশন করার দাবি করছি। একই সাথে পুুলিশ সুপারের দৃষ্টি কামনা করছি যে আমাদের কার্যক্রম চালিয়ে নিতে আমাদের সহযোগিতা করার। তার সাথে, যদি কেউ ষ্টেশন কমিটি গঠন করতে চান তাহলে আমার সহ আমার কমিটির সাধারণ সম্পাদক  এর সাথে যোগাযোগ করবেন, আমরা যেন কমিটির মাধ্যমে যাত্রী সাধারণের সেবা করে যাবো।


এই বিভাগের আরও খবর