এখলাছপুর উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শামীমা

reporter / ১৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরের এখলাছপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন পত্র উত্তোলন করছেন শামীমা নাসরিন (সুহিনুর)। সোমবার ১৫ মে সকালে তিনি মনোনয়ন পত্র উত্তোলন করেন।
উল্লেখ্য, আগামী ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ১৬ মে থেকে ১৮ মে, যাচাই-বাছাই ও প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ ১৯ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২২ মে। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৭শ’ ১৪ জন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।
মনোনয়নপত্র উত্তোলন শেষে শামীমা নাসরিন সাংবাদিকদের বলেন, প্রথমে মহান আল্লাহ দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। শিক্ষার মানোন্নয়নকে আরো বেশী ত্ব¡রানিত করতে কাজ করে যাবো। বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এই বিভাগের আরও খবর