ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে ফারজানা আক্তার (১৮) নামে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
বুধবার (২ ফেব্রুয়ারী) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফারজানা ওই ইউনিয়নের পূর্ব ভাওয়াল এলাকার তালুকদার বাড়ির নুরুজ্জামানের মেয়ে।
ফারজানার মা নূরজাহান বেগম জানা যায়, গত ৪ মাস পূর্বে পাশ্ববর্ত্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাঘাবপুর এলাকার মোহনের বাড়ির মৃত আনোয়ার উল্লার ছেলে রুবেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারজানা এখনো শশুর বাড়িতে যায়নি। বুধবার সকালে ফারজানা ও তার স্বামী রুবেল হোসেন একসাথে নাস্তা করেছে। নাস্তা সেরে রুবেল চা খাওয়ার জন্য দোকানে যায়। এরপরই সে বসত ঘরে সিলিং প্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধারের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।