শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

হাইমচর প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ, ইফতার ও দোয়া অনুষ্ঠিত

reporter / ২৫৮ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেন।। 
হাইমচর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া এবং প্রেসক্লাবের সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় হাইমচর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
ইফতার দোয়া ও ব্লেজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর হোসেন পাটওয়ারী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কেবল তথ্য উপাত্ত ও ঘটনার বিবরণ সংগ্রহের পেশা নয়। সাংবাদিক হিসেবে সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপন করা প্রথম ও প্রধান কাজ। কলম সৈনিক হিসেবে ঘটনার গভীরে গিয়ে সত্যটাকে বের করে দর্পনের মতো তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের ন্যায় হাইমচর প্রেসক্লাব হাইমচরবাসীর আস্থা ও বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রেখে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর  উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, সহ-সভাপতি এম এ বাশার, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
আরও উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম, হাইমচর প্রেসক্লাব  সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি মুনছুর পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম রিয়াদ, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সমাজ কল্যান সম্পাদক  মোতাহার হোসেন স্বপন,
 অর্থ সম্পাদক মামুন মিজি, প্রচার সম্পাদক শাহ- আলম মিজি, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ,সাহিত্য সম্পাদক খন্দকার সবুজ,মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা জাহান পপি,কার্যনির্বাহী সদস্য আবু তাহের সরদার, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী,নাজমুল আলম পলাশ, শরীফ হোসেন গাজী,এস এম মতিন,রফিকুল ইসলাম,মোশাররফ হোসেন নয়ন,কামাল হোসেন, মোঃ হোসেন গাজী প্রমুখ।
 দোয়া ও  মুনাজাত পরিচালনা করন আলগী বাজার সিনিয়র মাদরাসা অধ্যাক্ষ মাও মোঃ জিল্লুর রহমান ফারকী।
ইফতার মাহফিল শেষে প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর