শিরোনাম:
ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪ সদস্যদের পদত্যাগ ৬ নং কলাকান্দা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল চাদপুর ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে হাতপাখার লিফলেট বিতরণ ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত

reporter / ২২২ ভিউ
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বোরহান উদ্দিন ডালিমঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে আইদি পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত এবং মো. তাহিম হাসান ফাহিম (১২) নামে কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর এবং আহতরা জেলার হাজীগঞ্জ  পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন পরিবারের সদস্য।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সড়কের সদর উপজেলার কুমারডুগি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদার বাড়ীর বাসিন্দা ও সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) ও তার স্ত্রী সামিয়া আক্তার (১৯)। নিহত কিশোর ফাহিম কাজী মনির হোসেনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশা যোগে  হাজীগঞ্জে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং চালকসহ সকলেই গুরুতর আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এসব তথ্য জানান আহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একই সময়ে তার ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশা চালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত ফাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর