শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুর জেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালিত

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

বিদেশীরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয়
—- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আপনারা দেখছেন এই যে বিদেশীরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয়। তারা তখন গণতন্ত্র নিয়ে কিছু বলেনি। তারা ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা যখন ক্ষমতায় আসল, তাদের যখন বিচার হল না, তখন মানবাধিকার ক্ষুন্ন হয়নি। ১৯৭৫ সালে শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধুকে নির্বংশ করা হলো নিসংশভাবে তখন মানবাধিকার ক্ষুন্ন হয়নি। তারা বিচার চাইতে পারেনি হত্যাকান্ডের। তখন মানবাধিকার ক্ষুন্ন হয়নি। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে ছেয়েছিল, তাকে তা করতে এবং বাড়িতে ডুকতে দেয়া হয়নি।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যে ৯৫ হাজার আত্মসমর্পণ করেছিল, সে আত্মসমর্পণকারীদের মধ্যে বাঙালি নামধারী কিছু কুলাঙ্গার পাকিস্তানি সেনা অফিসার ছিল। এই রকিবুল হুদা ছিল তার মধ্যে একজন। অতএব সে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেস্টা করবে এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য কমপক্ষে ২১ বার চেষ্টা করা হয়েছে।
দীপু মনি বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যখন মহিমা, ফাহিমা, পুর্নিমা, লতিফা তাদেরকে একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণ করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল  (১৫ আগস্ট) মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বাঙ্গালি জাতির ইতিহাসে রচিত হয় এক কলঙ্কজনক অধ্যায়, সাধিত হয় এক অপূরণীয় ক্ষতি। এই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকের নির্মম বুলেটে শাহাদত বরণ করেন।
সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও জেলা প্রশাসনের আয়োজনে দিনটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। কার্যক্রমের শুরুতে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি’র উপস্থিতিতে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। পরে সেখান থেকে একটি পথ র‍্যালি যাত্রা শুরু করে চাঁদপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে উপস্থিত হলে বঙ্গবন্ধুর জীবনী ও কীর্তির উপরে একটি আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে এই দিবসে শাহাদাত বরণকারীদের উদ্দেশ্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক ডক্টর সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে “আমার চোখে বঙ্গবন্ধু” নামক ১ মিনিটের ভিডিওচিত্র তৈরির জেলা পর্যায়ের ১০ জন বিজয়ী, দিবসটি উপলক্ষে আয়োজিত কবিতা পাঠ, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী এবং বীর মুক্তিযোদ্ধা মোহনবাসি স্মৃতিসংসদের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর কর্তৃক যুবঋণের চেক তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
দিবসটি উপলক্ষে সরকারি শিশু পরিবার, সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশিত হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গতকাল বিকাল ৫ টায় শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে মঞ্চস্থ হবে “ধানমণ্ডি ৩২” নাটক যা উপভোগ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর