রিয়ন দেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিল্প-সাহিত্যে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর সাহিত্য একাডেমির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ। চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক অমর চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
চাঁদপুর সাহিত্য একাডেমীর এডহক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে এবং সদস্য আশিক বিন রহিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর এডহক কমিটির সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, মাহবুবুর রহমান সেলিম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহিল কাফি, কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক প্রকাশক আব্দুর রহমান, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়সহ বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাহিত্য প্রেমীগণ। বক্তারা তাদের বক্তব্যে, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা আবৃত্তি ও গান পরিবেশ করেন।
এ সময় জেলার কবি সাহিত্যিক ও সাহিত্য অনুরাগিদের উপস্থিতিতে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তন কানায় কানায় পরিপূর্ণ দেখা যায়। চাঁদপুর সাহিত্য একাডেমীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর মধ্য দিয়ে এডহক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত অনুষ্ঠানের সমাপ্তি টানেন।