কামরুল হাসান রাব্বিঃ
ইলিশের বাড়ি চাঁদপুর জেলা থেকে প্রকাশিত
দৈনিক প্রিয় চাঁদপুর এর ঘোষণাপত্র প্রাপ্তির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ নভেম্বর বিকাল ৩ টায়, পত্রিকার কার্যালয়ে প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডঃ মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডঃ মো. সেলিম মিয়া, ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান।
সভায় দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন হিলশা বিডি নিউজ এর সম্পাদক অমরেশ দত্ত জয়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শ্যামল সরকার,বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন মানিক, সহ সম্পাদক সাহেদ সালাম, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি তাওহিদ পাটওয়ারী মনির, স্টাফ রিপোর্টার মো. কামরুল হাসান রাব্বি, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ফাহিম, চাঁদপুর সদর প্রতিনিধি মুছা তপদার, সার্কুলেশন ম্যানেজার মাজারুল ইসলাম সোহেল ও ইয়াছিন গাজী প্রমুখ।