শিরোনাম:

প্রকৃতির এই পরিবর্তন বার্তা দিচ্ছে এই বুঝি শীত এলো

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
ভরা মৌসুমে শীত শিহরণ  জাগায় গাঁ। প্রকৃতি শীতের পরশে বুলিয়ে যাচ্ছে। এ যেন এক শীতল আবহাওয়া, সুখের সময়, প্রিয় মুহূর্ত। গরমও নেই, ঠান্ডাও নেই,  কোমল অনুভূতি মন হারায়  হেমন্তে।
বিদ্যুৎ সাশ্রয়  হচ্ছে সময়ের  বিবর্তনে। ফ্যান, এসি কমই চলছে।  শীতল আবহাওয়া গাঁয়ে লাগে, মনের সুখে,আনন্দ  লাগে অনুভূতিতে। তৃপ্তি আসে খাবারের  স্বাদে।  শীতের সময় প্রকৃতির স্বাদে মুগ্ধ হই সবাই।
ভোরের শিশির ভেজা সকাল, সূর্যের রক্তিম সূর্য তাপ, প্রশান্তির রূপলেখা।  শিশির ভেজা দুর্বাঘাস ঝিলিক ঝিলিক করে, সূর্যের উত্তাপে।  মুক্তার মত জ্বলজ্বল করে  সারা বাংলার  সবুজের বুকে। লাঙ্গল নিয়ে কৃষকের হাসিতে মিলে স্বস্তির নিঃশ্বাস। কাজে লাগে না পরিশ্রম,  ঠান্ডা কোমল বাতাসের মধ্যে শিশির ভেজা গাঁয়ে লাগে হেমন্তের দোলা।
বেলা বাড়ার সাথে সাথে  রোদের আরামপ্রিয়তায় অনেক অতৃপ্তি  আসে শরীরের অঙ্গে, রোদের প্রখরতায়। পশ্চিম আকাশে সূর্য  ঢেলে পড়লে আরাম যেন হয় হৃদয় জুড়ে। রাত যত বাড়ে শীতের অনুভবও  বাড়ে তত।
কার্তিকেই শুরু হল শীতের ঘনঘটা।  পঞ্জিকার পাতায় শীতের শিশির জমতে জমতে শীতের  আবহাওয়াকে শীতল করে।
প্রকৃতির রূপ যতই গড়াবে  পৌষের দিকে সাইবেরিয়ান বায়ুপ্রবাহ বাড়তেই থাকবে দেশের অভিমুখে। হিমালয় সংলগ্ন জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। বায়ু প্রবাহে  শীতের মেলা জমে উঠেছে। কুয়াশার টিপটিপ  শব্দ গড়ে উঠেছে  সারা গ্রামবাংলায়।
শীতের অনুভূতি উপভোগ করতে রূপসী বাংলায় ঘরে ঘরে খাট চৌকিতে পাতলা চাদর, কম্বল আর লেপের  কারুকাজ শুরু হয়েছে আরাম আয়েশে ঘুমের স্নিগ্ধতায়। ঘুম যেন তৃপ্তির রূপের মহিমা।
রাত পেরিলেই যখন ভোরের আগমন ঘটে, তখন গাঢ়  কুয়াশায় দেখা মেলে কোথাও  কোথাও। তার মধ্যেই উঁকি দেয় নবীন সূর্যের প্রদীপ।  ইট পাথরের শহরেও শীত যেন  শীত নয় শীতের অনুভূতি, শীতের আমেজ, ভালো করে বোঝা যাচ্ছে। যান্ত্রিক ফ্যান ও শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ রাখতে হয়। শহরে শীত এখন নাতিশীতোষ্ণ।
ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে তাহার অলংকারে। অন্য ঋতুর চেয়ে শীতকাল যেন  এক ভিন্নরূপ। রাতে আর ভোরের শিশির জানান দিচ্ছে চাঁদপুরে আসছে শীত। প্রকৃতিতে এখন এমনই ঋতু বদলের আয়োজন।
শীতের আগমনে শুরু হচ্ছে  পথঘাট বাজারে,  শীতের পিঠার আমেজ। গ্রামের মহিলারা পুরনো কাঁথা নতুন করে সেলাই আর লেপ-তোষকের বেডিং ব্যবসায়ীদের কাজে ভীড়ের ঘনঘটা, আনন্দে মন মাতানো কাজের হিড়িক। মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নিল বর্ষাও। প্রকৃতি এখন সাজবে অলংকারে। সৌন্দর্য আলোয় আলোকিত হবে  প্রকৃতির রূপ।
প্রকৃতির এই পরিবর্তন বার্তা দিচ্ছে এই বুঝি শীত এলো।


এই বিভাগের আরও খবর