স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে
–মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, এক শ্রেণির মানুষ সমাজে শান্তি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জামায়াত-বিএনপি এবং তাদের সঙ্গে যুক্ত কিছু উচ্ছিষ্টভোগী যাদের কোনো জনসমর্থন নেই, নির্বাচন আসলেই ষড়যন্ত্র করার জন্য তারা সক্রিয় হয়ে উঠে। আওয়ামী লীগের অর্জন এরা চোখে দেখে না। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে দেখেই এরা ষড়যন্ত্র করতে একাট্টা হয়।’
মায়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ যখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তখন দেশের শান্তি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত প্রায় দেড় যুগ ধরে দেশে যে স্থিতিশীলতা তৈরি হয়েছে এবং দেশ যে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক কে বিজয়ী করুন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
তিনি আরোও বলেন, বারবার দরকার শেখ হাসিনার সরকার। স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত, কিন্তু সফল হতে পারেনি। ষড়যন্ত্র করলে মোকাবিলা রাজপথেই হবে। যারা স্বাধীনতাবিরোধী তাদের রাজনীতি করার অনুমতি আমরা দিতে পারি না। তারা সামনে জাতীয় নির্বাচন কে বাধাগ্রস্ত করতে বিশৃঙ্খলার পাঁয়তারার চেষ্টা করছে। বিএনপি হলো ভুয়া, তাদের দিয়ে কোনো কাজ হবে না। কোনো ষড়যন্ত্র করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান ও সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদের যৌথ সন্ঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, যুব ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম নবী খোকন, আওয়ামী লীগ নেতা আইউব আলী, নাছির উদ্দীন।