শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

বর্ণাঢ্য আয়োজনে মতলব মুক্ত দিবস পালিত

reporter / ৫৪৯ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

 সকল অপ শক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে
—–অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, আজ মতলবের যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা সমম্ভ হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে কারনে। আমাদের এতো সব উন্নয়নের কথা জন সাধারনের কাছে তুলে ধরতে হবে। তার জন্য সকল পর্যায়ের নেতা কর্মীদের ভুমিকা নিতে হবে। সামনে নির্বাচন আসছে। তাই সকলের কাছে যেতে হবে। সকল ক্ষোভ  ভুলে গিয়ে
ঐক্যবদ্ধ হতে হবে। তাই মতলব মুক্ত দিবসে প্রতিজ্ঞা হউক মুক্তিযুদ্ধের চেতনায় সকল অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলবো। তিনি গতকাল ৪ ডিসেম্বর সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা
পরিষদ মিলনায়তনে মতলব মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, লোকমান হোসেন বাবুল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা যুবলীগ নেতা এমরান চৌধুরী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, মুক্তিযোদ্ধার সন্তান জাবেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উলস্নাহ সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ও
কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল
হোসন ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার।
এর আগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মতলব মুক্ত দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে দীপ্তবাংলা
পাদদশে পুষ্পস্ত্মর্বক অর্পণ, বিজয় ভবনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য যালি আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেত্রীবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর