বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামান চাঁদপুর সফরকালে ড্যাফোডিল গ্রুপের পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেন। ২০ অক্টোবর বিকাল ৩ টায়
আরোও উপস্থিত ছিলেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রুবেল খান, বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মিয়া, চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সালেহ আহমেদ, প্রতিষ্ঠানটির সহকারী উপাধ্যক্ষ মাজহারুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রতিষ্ঠান পরিদর্শনকালে আব্দুল্লাহ আল মাহমুদ জামান নবনির্মিত ভবনটি পরিদর্শন করে আশাবাদ ব্যক্ত করেন যে চাঁদপুর জেলায় ড্যাফোডিল গ্রুপের এই পলিটেকনিকটি অতীতের মতো ভবিষ্যতেও সুনাম ধরে রেখে যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে চাঁদপুর জেলায় বেকারত্বের হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং আধুনিক মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে। এ সময় তিনি প্রতিষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।