নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় স্টেডিয়াম মালেক ভবনের শিশু একাডেমির মিলনায়তনে
সভার শুরুতে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মরহুম মোহাম্মদ রফিকউল্লাহ স্বরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ওপার বাংলা ও এপার বাংলা শিল্পীদের পরিচিতি পর্বে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মরহুম মোহাম্মদ রফিকউল্লাহ গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়া বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সংগঠনের ওপার বাংলা ও এপার বাংলা শিল্পীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দিয়ে একে-অপরকে সম্মানিত করেন।
এর পূর্বে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পী মৃনাল সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতার কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিশিষ্ট সাংবাদিক, চলচ্চিত্রকার, সাহিত্যিক ড. রাধা কান্তি সরকার।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন
সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর নাট্য ফোরমের সভাপতি ও অনন্যা নাট্য গোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, সংস্কৃতিকমনা ইউপি সচিব তোফায়েল আহমেদ শেখ
স্বরলিপি নাট্য গোষ্ঠীর সভাপতি নাট্যাভিনেতা ও নির্দেশক এম আর ইসলাম বাবু, বাচিক শিল্পী রাজিব শ্রাবণ
বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ড. শিবানী দাস,
বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী মৃনাল সরকার, কাবিসা, সম্পা, মেধা কন্ঠে নৃত্য পরিবেশন করেন কলকাতার নৃত্য পরিবেশন করেন। চাঁদপুরের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
মতবিনিময় সভায় বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন চাঁদপুর জেলা শাখার কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পী মৃনাল সরকারের কলকাতার কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত ও চাঁদপুর জেলা শাখার আগামী বছরের কমিটিতে সংস্কৃতিকমনা ইউপি সচিব তোফায়েল আহমেদ শেখ সভাপতি করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ এছাড়া এ বছরের ডিসেম্বর মাসে কলকাতার কেন্দ্রীয় কমিটির সম্মেলনে অনন্যা নাট্য গোষ্ঠীর পরিবেশিত রুপভান নাটকের মঞ্চায়ন আমন্ত্রণ জানানো হয়।