নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৫ জুলাই ২০২৩ তারিখ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপিত হয় এক অনন্য দৃষ্টান্ত। চাঁদপুরের রামদাসদি থেকে উঠে আসা
পিতৃহীন এগারো বছরের ক্যান্টিনকর্মী ছোট্ট শিশু রাব্বি পায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম মমত্ববোধের অবারিত স্পর্শ। ছুটি গল্পের ফটিকের মত বাড়ি ফেরার আকুতি জানানো রাব্বির ডাকে সাড়া দিয়ে নিখাদ আদরে তার দায়িত্ব নেন মাননীয় প্রধানমন্ত্রী।
মানবিক প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে শিশু রাব্বিকে উন্নত জীবন দিতে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতোমধ্যে ছোট শিশু রাব্বিকে ঢাকা থেকে চাঁদপুর জেলায় নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমি বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালিকানা প্রদান করা হয়েছে। ভর্তি করা হয়েছে পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরবরাহ করা হয়েছে ইউনিফর্মসহ যাবতীয় শিক্ষা উপকরণ। রাব্বি পড়াশোনায় যেন যথাযথ সহায়তা ও নির্দেশনা পায় সেই জন্য নিশ্চিত করা হয়েছে গৃ্হশিক্ষকের।
গত ১৫ আগস্ট ২০২৩ তারিখ জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ডা. দীপু মনি এর হাত দিয়ে হস্তান্তর করা হয়েছে রাব্বি ও তার মায়ের যৌথ স্বাক্ষরে খোলা ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র যার মাসিক লভ্যাংশ ৪৫০০ টাকা দিয়ে নির্বাহ করা হবে রাব্বির পড়ালেখার খরচ। এভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনায় জেলা প্রশাসনের বাস্তবায়নে বদলে গেলো একটি জীবন। আসুন আমরা সবাই এভাবেই নিজেদের অবস্থান থেকে সামাজিক দায়বদ্ধতা প্রতিপালন করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হই।