শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

রূপগঞ্জে যানজটে অচল ঢাকা বাইপাসের ১৫ কিলোমিটার; চরম ভোগান্তি

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

মাহবুব আলম প্রিয়ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল১০ টা থেকে মহাসড়কটিতে কাজ চলার অযুহাতে উভয় দিকে দীর্ঘ ১৫কিলোমিটার সড়কে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম বন্দর থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকও যাত্রী সাধারণ।
সরেজমিন ঘুরে দেখা যায়, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি চার লেন বিশিষ্ট সড়কে উন্নীত করার জন্য বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে জিন্দা এলাকা পর্যন্ত উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বন্দরগামী মালবাহী কাভার্ড ভ্যান চালক আসলাম মিয়া বলেন, সকাল দশটা থেকে যানজটে আছি এখন পর্যন্ত ভুলতা গাউছিয়া পার হতে পারিনি। জানি না কতক্ষণ পর এ যানজট থেকে রেহাই পাবো। এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না।’
এই সড়কে নিয়মিত যাতায়াত কারী মধুখালী এলাকার ইমরান হোসেন  বলেন, এই সড়কে যানজটে থাকা আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির কারনে বিকল্প সড়ক ব্যবহার করি।
মনির হোসেন নামের  যাত্রী বলেন, অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্যে ঢাকার হাসপাতালে যাওয়ার জন্যে রওয়ানা দিয়েছি। সকাল দশটা থেকে যানজটে পরে আছি। এখোনো কাঞ্চন ব্রিজ পার হতে পারিনি। কখন হাসপাতালে পৌঁছতে পারবো জানিনা।
ভুলতা হাইওয়ে পুলিশের উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান বলেন, রোডস এন্ড হাইওয়ে কতৃপক্ষ রাস্তার মেরামতের কাজ করার কারণে এ যানজটের সৃষ্ট হয়েছে। আমরা এক পাশ আটকিয়ে আরেক পাশ ছাড়ছি। এভাবে সমতার মাধ‍্যমে যানজট নিরশনে কাজ করছি।
এসব বিষয়ে জানতে চাইলে কাঞ্চন টোলপ্লাজা এলাকায় দায়িত্বরত টিআই ইনস্পেক্টর জুলহাস মিয়া বলেন, একদিকে এনালগ পদ্ধতিতে কাঞ্চন ব্রিজের টোল আদায় অন্যদিকে সড়কটি নির্মাণাধীন।  ফলে সড়কে যানজট নিত্য ঘটনা। আবার যানবাহন বিকল ও দূর্ঘটনার কবলে পড়লে এ সমস্যা আরও তীব্র হয়।।


এই বিভাগের আরও খবর