শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

শারদীয় দূর্গা পূজা চাঁদপুর সদরে এবছর ৩৮ মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

reporter / ৮০৯ ভিউ
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার বাকী আর অল্প কিছু দিন। চাঁদপুর সদর উপজেলায় এবছর ৩৮ মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।

১৪ অক্টোবর শনিবার দেবী দূর্গার আগমনি বার্তা জানান দিতে শুভ মহালয়া অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর শুক্রবার দেবী দূর্গার মহা ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর শনিবার মহা সপ্তমী পূজা, ২২ অক্টোবর রোববার মহা অস্টমী পূজা, ২৩  অক্টোবর সোমবার মহা নবমী পূজা ও ২৪  অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজা সফল সমাপ্তী হবে।

এবছর চাঁদপুর সদর উপজেলায় ৩৮ টি মণ্ডপে এ বছর দূর্গা অনুষ্ঠিত হবে । মণ্প গুলো হলো, কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পূজা মণ্ডপ, রামকৃষ্ণ আশ্রম, কুণ্ডের বাড়ি পূজা মণ্ডপ, মজুমদার বাড়ি  মণ্ডপ, পুরান বাজার বারোয়ারী  পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ,হরিসভা পূজা মণ্ডপ, পুরান বাজার ঘোষ পাড়া পূজা মণ্ডপ,
জাফরাবাদ পালপাড়া পূজা মণ্ডপ,রঞ্জিত দাসের বাড়ি পূজা মণ্ডপ,নতুন বাজার পাল পাড়া শীতলা মায়ের মন্দির, ঘোষ পাড়া দূর্গা পূজা কমিটি, দাশ পাড়া পূজা মণ্ডপ,পুরান বাজার হরিজন পল্লী পূজা মণ্ডপ,মহামায়া দত্ত বাড়ি পূজা মণ্ডপ,মৈশাল বাড়ি পূজা মণ্ডপ,সিলন্দিয়া কুলদাদের বাড়ি পূজা মণ্ডপ,দামোদরদী কমল কৃষ্ণের বাড়ি পূজা মণ্ডপ,রমেশ দের বাড়ি পূজা মণ্ডপ,প্রতাপ সাহা রোড পূজা মণ্ডপ,চরবাকিলা বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ,স্বর্ণখোলা সন্তুষী মায়ের মন্দির, বড় স্টেশন মহা বীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ,পানের গোলা পূজা মণ্ডপ,ডাসাদী সুরেশ দাসের বাড়ি পূজা মণ্ডপ,নবতারা সার্জনীন পূজা মণ্ডপ,বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির,
নিতাইগঞ্জ কার্তিক সাহা বাড়ি পূজা মণ্ডপ,শিলন্দিয়া নান্টু দেব বাড়ি পূজা মণ্ডপ,দাসপাড়া প্রভাতী সংঘ পূজা মণ্ডপ,কদমতলা অকাল বোধন পূজা মণ্ডপ,মঠখোলা সার্বজনীন পূজা মণ্ডপ।


এই বিভাগের আরও খবর