শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

reporter / ১৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শাহরাস্তিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য পক্ষে  আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, বিভিন্ন সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। এর আগে উপজেলা শহরগুলোতে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষে  আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  হুমায়ন রশিদ, পুলিশ প্রশাসনের পক্ষে (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের পক্ষে কমান্ডার শাহাজাহান পাটোয়ারীসহ অন্যান্য মুক্তিযুদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ,  শাহরাস্তি পৌরসভার পক্ষে মেয়র হাজী আব্দুল লতিফ ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ, শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে সভাপতি মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা যুবলীগের পক্ষে  উপজেলা যুবলীগের সিনিয়র যুগ  আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জিসহ যুবলীগ নেতৃবৃন্দ, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শাহরাস্তি ফায়ার সার্ভিস ডিফেন্স,  উপজেলা তাঁতী লীগের পক্ষে কেন্দ্রীয় তাঁতীলিগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লার নেতৃত্বে উপজেলা তাঁতীলিগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনমানিকসহ নেতৃবৃন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে ডাঃ অচিন্ত্যকুমারসহ অন্যান্য ডাক্তার বৃন্দঃ
এ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে কুসকু আওয়াজ অনুষ্ঠিত হয়। কুসকু আওয়াজ শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা প্রশাসনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫,শাহরাস্তি- হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।


এই বিভাগের আরও খবর