শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

শাহরাস্তি উপজেলায় টিউবওয়েল চুরির হিড়িক

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় হঠাৎ করে বেড়ে চলেছে টিউবওয়েল ও পাম্প চুরির ঘটনা। এমতাবস্থায় উপজেলার সাধারণ মানুষ দ্রব্য মূল্য বৃদ্ধির পরে বেচেঁ থাকার যুদ্ধের সাথে নতুন করে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানির সংকট। এই ঘটনার প্রতিকারের জন্য এলাকার লোক স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও পাচ্ছেন না কোনো প্রতিকার।
শাহরাস্তি উপজেলার পৌরসভাসহ আশেপাশের গ্রাম থেকে রাতের আঁধারে বাড়িঘর, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজার সহ রাস্তার পাশ থেকে টিউবওয়েল (নলকূপ)  চুরির হিড়িক পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে অহরহ এ চুরি হচ্ছে। গেল একমাসে পৌরসভাতেই অন্তত ২৫টি টিউবওয়েল  চুরির খবর পাওয়া গেছে। দিনের পর দিন চোরের এমন উপদ্রবে আতঙ্কে রয়েছেন উপজেলাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে গত কয়েকদিনে ১৭ টি টিউবওয়েল এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশত টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোর চক্র এসব টিউবওয়েল খুলে নিয়ে গেছে। এলাকাবাসী এই চুরির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক, চোর শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন, না হলে জনগণের নিরাপত্তা ভেঙে পড়বে।
সরেজমিনের জানা যায়,অলক চৌধুরী, শাহপুর,চৌধুরী বাড়ি,খোরশেদ আলম,শাহপুর,জেলে বাড়ি, জয়নাল আবেদিন,শ্রীপুর, গনি হাজি বাড়ি,মো আনোয়ার হেসেন, শ্রীপুর, মিজি বাড়ি,বাবুল ভান্ডারি,শ্রীপুর,ভান্ডারি বাড়ি গংদের টিউবওয়েল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তারা কেউ চোর সনাক্ত করতে পারে নি।
এলাকার লোকমুখে শোনা যায়, গ্রামের বিভিন্ন জায়গায় মাদকসেবীদের আনাগোনা লক্ষ্যনীয়। এলাকাবাসীর ধারনা মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকসেবীরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতের বেলায় টিউবয়েলের মাথা চুরি করে বিক্রি করে আসছিল।


এই বিভাগের আরও খবর