শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

শাহরাস্তি উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

reporter / ২০০ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে মসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ফারুক দর্জি, জহিরুল আলম মানিক ,কাজী রুহুল আমিন, মোশারফ হোসেন, আঃ রাজ্জাক, আলম বেলাল, জোবায়েদ কবির বাহাদুর, পৌর সভার প্যানেল মেয়র সাহাবুদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকান্ড ও উন্নয়নমূলক নিয়ে ব্যাপক আলোচনা এবং
শাহরাস্তি প্রেসক্লাবের কমিটি গঠনের পর থেকে বিভিন্ন নানা মূখি উন্নয়ন কর্মকান্ড হাতে নেয় কমিটির নেতৃবৃন্দ। একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে বিভিন্ন মহলে প্রসংসনীয় হয়েছে বর্তমান কমিটি।
এতে প্রথমবারের মতো যোগদান করে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল। তিনি তার বক্তব্যে শাহরাস্তি প্রেসক্লাবের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের সভাপতির বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান উন্নয়ন কাজের নিজ নিজ অবস্থানে থেকে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর