নিজস্ব প্রতিবেদকঃ দেশে শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। এর মধ্যেই বাজারে চলে এসেছে শীতের আগাম অনেক ধরণের সব্জি। কিন্তু কোনভাবেই কমছেনা এসব সব্জির দাম। প্রতিদিনই বাজার উঠানামা করছে। গ্রামের মানুষ নিজেদের উৎপাদিত সব্জিতে চাহিদা মেটালেও শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সব্জি ক্রয় করা খুবই কঠিন হয়ে পড়েছে। আগে এক কেজি সব্জি ক্রয় করলেও এখন অর্ধেক ক্রয় করার সামর্থ নেই অনেকের।
চাঁদপুর শহরের পালবাজার, নতুন বাজার, বিপনী বাগ বাজার ও ওয়ারলেছ বাজারে দেখাগেছে প্রতিটি সব্জির দোকানে শীতের আগাম সব্জি পর্যাপ্ত রয়েছে। কোন ধরণের সংকট নেই বাজারে। কিন্তু মূল্য কোনভাবেই কমছে না। গত কয়েকদিন এসব বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
রবিবার বিকেলে শহরের মিশন রোড মসজিদের সামনে সব্জির দোকানে এবং ভ্যান গাড়ীতে দেখাগেল, লাল শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায়। মুলার শাক একই দামে। প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। টমেটু প্রতিকেজি ১২০-১৪০টাকা। করল্লা প্রতিকেজি ৬০ টাকা। সিম প্রতিকেজি ১শ’ টাকা। লাউ ছোট সাইজের ৪০ টাকা। বড় সাইজের লাউ ৭০-৮০টাকা। ভ্যান গাড়ীতে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাজারের দোকানে ৫০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা। ধনিয়া পাতা প্রতি কেজি ২শ’ টাকা। শষা প্রতি কেজি ৪০-৫০টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব সব্জি কৃষক সঠিক দাম না পেলেও হাত বদলের কারণে ক্রেতা পর্যায়ে এসে দাম কয়েক গুন বেড়ে যায়।