হাইমচরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসেন।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারী, সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি অফিসার দেবব্রত সরকার ও প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম সিকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।