শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লা- চাঁদপুর সড়ক যেনো মরন ফাঁদ

reporter / ২৬৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সাখাওয়াত হোসাইনঃ
শাহরাস্তি জগতপুর থেকে ওয়ারুক রাস্তায় প্রায় ঘটছে দুর্ঘটনা আর মৌতাবাড়ি সংলগ্ন চাঁদপুর কুমিল্লার মহা সড়ক যেনো মরন ফাঁদ হয়ে গেছে।
 প্রতিদিন না হয় প্রতি সাপ্তাহ দুই তিনটা দুর্ঘটনায় ঘটছে যার থেকে আহত ও নিহত ব্যক্তি পাওয়া যাচ্ছে আর এই যায়গায় এক্সিডেন্ট কমানোর জন্য বিভিন্ন সংগঠন এগিয়ে এসে ড্রাইভার দের সাবধান করছে তাতেও  কোন কাজ হচ্ছে না।
আজ বালুর ট্রাক এক্সিডেন্ট করে এতে থাকা ড্রাইভার ও হেলপার কে আশে পাশে থাকা লোক জন্য দূরে ছুটে এসে তাদের তাদের উদ্ধার করেন এবং চিকিৎসা জন্য সি এন জি তে করে শাহরাস্তি সরকারি হাসপাতাল নিয়ে জান। ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দেন বড় ধরনের কোন সমস্যা না থাকায় তাদের ভর্তি করাতে হয়নি।তারা চিকিৎসা নিয়ে গাড়ির কাছে চলে আসেন।
বিভিন্ন ড্রাইভার দের এই দুর্ঘটনায় হওয়ার কারন জিজ্ঞাস করলে তারা বলছেন রাস্তার মান ভালো না এবং রাস্তা উঁচু নিছু হয়ে আছে তাই এই দুর্ঘটনা গুলা ঘটছে বলে জানান।
সাধারণ পথচারীদের জিজ্ঞাস করা হলে দুর্ঘটনায় সম্পর্কে তারা বলে অতি স্পীডে গাড়ি গুলা চালানো জন্যই হচ্ছে এই দুর্ঘটনায় গুলি তারা আরো বলছে রাস্তার অবস্থা কিছুটা খারাপ তা যদি ড্রাইভার রা খেয়াল করে চালায় তাহলে ও এই দুর্ঘটনায় গুলা কমানো যাবে।
এই দুর্ঘটনা কমানোর জন্য মানবিক সংগঠন “মানবতার জন্য জীবন “ কিছু দিন আগে প্যারাডাইস কফি হাউজে সামনে লিফলেট ও ড্রাইভার দের সতর্কতা করেন এবং তারা এই রাস্তার সম্পর্কে ড্রাইভার দের বুঝিয়ে বলেন যাতে তারা রাস্তার অবস্থা দেখে গাড়ি চালায় এবং অবার স্পীড এই রাস্তায় ব্যবহার না করে বালুর ট্রাক গুলা যাতে বালু তুলার সময় ট্রিরফল ব্যবহার করে আরো অনেক কিছু তারা ড্রাইভার দের সতর্ক করেন।


এই বিভাগের আরও খবর