শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

মতলবের কাশিমপুরে সিএনজিসহ দুই চোর আটক

reporter / ১৯৭ ভিউ
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণ পুর ইউনিয়নের কাশিমপুর এলাকার ১টি ছাগল ও একটি সিএনজিসহ দুই চোরকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কাশিমপুর বারদুয়ার মিয়সজী বাড়ীর সামনে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বারদুয়ার দীঘিরপাড় গ্রামের নুরু সর্দারের ছেলে মোঃ রেফা সর্দারের একটি ছাগল নিয়ে সিএনজি যোগে যাওয়ার সময় এলাকাবাসী রুবেল (২৬) নামে এক চোর ও সিএনজি চালক রবিউল (২২) কে আটক  করেন। আটক রবিউল ও  রুবেলের বাড়ী হাজিগঞ্জ উপজেলার  ৩ নং কালচো ইউনিয়নের মারকি গ্রামের তার পিতার নাম আবু কালাম।
পরে এলাকাবাসী মতলব দক্ষিণ থানায় বিষয়টি অবগত করলে এসআই কবির হোসেন ঘটনাস্থল থেকে দুই চোরকে আটক করে এবং চোরাইকৃত ছাগল ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।
এলাকার একাধিক ব্যক্তি জানান আমাদের এলাকায় বেশ কিছুদিন যাবৎ গরু-ছাগল সহ বিভিন্ন আসবাবপত্র প্রায়ই চুরি হচ্ছে। চুরির ঘটনার সাথে তাদের সম্পৃক্ত রয়েছে তাই আটককৃতদের কাছ থেকে তথ্য নিয়ে চোরের গডফাদরদের ধরে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
২৬ জুন রবিবার আটক দুই চোরকে চুরি মামলায় চাঁদপুর আদালতে প্রেরন করেন।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই চোরকে আটক করা হয়েছে। চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর