শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

আ.লীগের নেতা-কর্মীদের সাথে সিআইপি ইঞ্জিনিয়ার সফিকুর রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়

reporter / ১৮৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের নেতা-কর্মীদের এলাকার সাধারণ মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করলেন সিআইপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান। ২২ এপ্রিল (শনিবার) পবিত্র ঈদুল ফিতরের দিন বেলা ১১ টায় সিআইপি ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান তাঁর পৈত্রিক নিবাস শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা গ্রামে তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ও এলাকার সাধারণ মানুষের সাথে এক ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের বর্তমান সভাপতি কামরুজ্জামান মিন্টু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম (তাজু), উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটওয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রকি,আলমগীর হায়দার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা সোহরাব হোসাইন সৌরভ সহ শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ ভ্রাতৃপ্রতিম অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন এসময় উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, ১/১১ তত্বাবধায়ক সরকারের আমলে সিআইপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকার আওয়ামী লীগের মামলা-হামলায় দিশেহারা নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দলের এই দুর্দিনে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে থেকে দলকে সংগঠিত করার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখেন।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ়ঝমনোনয়ন দেয়া হয়নি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি দলীয় প্রার্থীকে সংসদ নির্বাচনে তিনি নিজে ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচন কাজে শুরু করেন। লোকমুখে শুনা যায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আশা করেন, আওয়ামী লীগের প্রতি তার ত্যাগ দল ও দলীয় প্রধান মূল্যায়ন করে দ্বাদশ সংসদ নির্বাচনে এবার তাকে মনোনয়ন দিবেন।


এই বিভাগের আরও খবর